বিশেষ চিকিৎসা ক্যাম্পের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় চিকিৎসকের পরিচালনায় দুই দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মার্চ) শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পটি রোববার (১০ মার্চ) শেষ হয়। এর তত্ত্বাবধানে ছিল সিলেট জেলা পুলিশ।

ক্যাম্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতে থেকে আগত হৃদরোগ, অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিশেষজ্ঞ নিলেশ মানিয়া।

সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এখান থেকে চিকিৎসা নিয়েছেন।

সেবাগ্রহীতাদের মধ্যে ৩৩ জন হৃদরোগ, ৮০ জন অর্থোপেডিক ও ৪৬ জন নিউরোসার্জারি-সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন।