সিলেট নগরীতে পুলিশের অভিযানে জব্দ করা ভারতীয় চিনি ও ট্রাক। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ১৩ হাজার কেজির বেশি ভারতীয় চিনি, একটি ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এসএমপির শাহ পরান (রহ.) থানা এলাকা থেকে ৫ জুন (বুধবার) সকালে চিনিগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির নাম রিয়াজ উদ্দিন (৪০)। তিনি জব্দ করা চিনির মালিক।

এসএমপি জানায়, এসএমপির শাহ পরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন সকাল সোয়া ৯টার দিকে শাহ পরান (রহ.) থানার সুরমা গেট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৭২০ কেজি ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ রিয়াজকে গ্রেপ্তার করেন। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা। রিয়াজের বিরুদ্ধে শাহ পরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।