সিলেট জেলা পুলিশের উদ্যোগে ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে।

১৯ মার্চ থেকে শুরু হওয়া এ ট্রাফিক সচেতনতা সপ্তাহ চলবে ২৬ মার্চ পর্যন্ত।

সিলেট জেলার অন্যতম ব্যস্ত মহাসড়ক হলো সিলেট-তামাবিল মহাসড়ক। ট্রাফিক বিষয়ে সচেতনতার অভাবে এবং ট্রাফিক আইন অমান্য করে যান চলাচলের কারণে প্রায় সময় এই মহাসড়কে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সময়ে এ মহাসড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। তাই যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জেলার পুলিশ সুপার মহোদয় এই উদ্যোগ নিয়েছেন।

সপ্তাহব্যাপী এ কার্যক্রমে জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বাড়বে, এই প্রত্যাশা সবার।