বানভাসী মানুষের জন্য সিলেট জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল সেবা। ছবি: বাংলাদেশ পুলিশ

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেট জেলার অনেক এলাকাই বন্যাকবলিত হয়ে পড়েছে। এই অবস্থায় বানভাসী মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ত্রাণ কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে জেলা পুলিশ।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, জেলার বানভাসি মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম (সেবা) দিকনির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় ২০ জুন (বৃহস্পতিবার) কোম্পানীগঞ্জ থানা এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০ জন পানিবন্দী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।