সিলেট জেলা পুলিশের তৎপরতায় বিয়ানীবাজার থেকে উদ্ধার করা ২ ফুট লম্বা ও ১ ফুট উচ্চতার একটি মেছো বাঘ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর বাগবাড়ি গ্রামের আব্দুল হান্নানের বাড়ির পশ্চিম দিকের জঙ্গল থেকে একটি মেছো বাঘ স্থানীয় জনগণ আটক করে।

খবর পেয়ে সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মেছো বাঘটিকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার করা মেছো বাঘটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে, সে জন্য আজ ১ মার্চ বেলা ৩টার সময় বিয়ানীবাজার থানা-পুলিশের একটি দল, পৌরসভার মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বন বিভাগের প্রতিনিধি মোহাম্মদ ইসলাম উদ্দিনের কাছে হস্তান্তর করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা মেছো বাঘটিকে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।