সিলেটে ৭ এপিবিএন নিজ পতিত জমিতে সবজি ও ফল চাষের উদ্যোগ নিয়েছে। ছবি: বাংলাদেশ পুলিশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ পুলিশ দেশের সব জায়গায় নিজের পতিত জমিতে বৃক্ষরোপণ ও সবজি চাষের উদ্যোগ নিয়েছে।

তারই ধারাবাহিকতায় সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৭ এপিবিএন) উদ্যোগে পতিত জমিতে গড়ে উঠেছে সবজি ও ফলের বাগান। শুধু তা-ই নয়, জলাশয় থেকে আসছে মাছ, ডেইরি ফার্ম থেকে আসছে দুধ।

তিনটি জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নিয়েছে ৭ এপিবিএন, সিলেট। ছবি: বাংলাদেশ পুলিশ

এপিবিএন জানায়, সিলেটে ৭ এপিবিএনের নিজস্ব এলাকায় পতিত জমিতে সবজি ও ফলের বাগান করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তিনটি জলাশয়ে মাছ চাষেরও উদ্যোগ নেওয়া হয়েছে। গড়ে তোলা হয়েছে ডেইরি ফার্ম। এই ফার্মে চারটি বাছুরসহ মোট ১২টি গরু আছে।
ডেইরি ফার্মে আছে বাছুরসহ ১২টি গরু। ছবি: বাংলাদেশ পুলিশ