সিলেট জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলার সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে একটি সুস্থ ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর বিকল্প নেই।

তাই পুলিশ সদস্যদের শারীরিকভাবে যোগ্য ও সুস্থ থাকার লক্ষ্যে সিলেট জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ২৬ আগস্ট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতের দিল্লি থেকে আসা গাইনি, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা নেন।

পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনি চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন, অর্থোপেডিক চিকিৎসা ২০০ জন এবং কার্ডিওলজি চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।

পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এই ধারা অব্যাহত থাকবে।