গ্রেপ্তার চার জুয়াড়ি। ছবি : এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ‘তীর শিলং’ জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (২১ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ডিবির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলার মার্কাজ পয়েন্ট রেলক্রসিংয়ের পাশে একটি চায়ের দোকানের পেছনে জুয়া খেলা চলছে।

এরপর সেখানে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

আজ সোমবার (২২ নভেম্বর) এসএমপির অফিশিয়াল ফেসবুকে পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মান্নান (৪০); তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানার ইজ্জত মিয়ার কলোনিতে বাস করেন। আব্দুর রশিদ মিয়া (৪০); তিনিও একই থানার খোজারখলা এলাকায় বাস করেন। আব্দুর রব (৩৫), তিনি কোতোয়ালি থানার শামীমাবাদ এলাকার বাসিন্দা। ইরফান আহমদ (৩৫); তিনি দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার বাসিন্দা।

এসএমপি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি মিলে দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ‘তীর শিলং’ জুয়ার বোর্ডটি পরিচালনা করছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।