গ্রেপ্তার হওয়া তিন জুয়াড়ি। ছবি : এসএমপি প্রতিনিধি

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তিনজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

এসএমপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন কুয়ারপাড় ভেতরের পয়েন্ট-সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. হোসেন মিয়া (২৩); তিনি ফরিদপুরে ভাঙ্গা থানার সুন্দরদি গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে সিলেটের কোতোয়ালি থানার কলাপাড়া বাবু মিয়ার কলোনিতে বাস করেন। জামিল আহমদ (২০); তিনি একই থানার ইঙ্গুললাল রোডে বাস করেন। রাদিল আহমেদ (১৯); তিনিও একই থানার কুয়ারপাড় এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তীর শিলং, তাসসহ বিভিন্ন সামগ্রী ও টাকা জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে তীর শিলং ও তাস দিয়ে উক্ত জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।