পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৩ জুন) সন্ধ্যায় জেলার গোলাপগঞ্জ থানাধীন উত্তর রনখেলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ফরিদ উদ্দিনের (২৫) বাড়ি সিলেটের জকিগঞ্জ থানা এলাকায়।

ডিবি সিলেটের উপপরিদর্শক (এসআই) নোটন কুমার চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।