সিলেটে উগ্রবাদ প্রতিহতের অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ছবি: এসএমপি

উগ্রবাদ প্রতিহতের অংশ হিসেবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সিলেটে।

হোটেল সুপ্রিম মিরাবাজারে মঙ্গলবার সকাল ১০টার দিকে দি এশিয়ান ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতা এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ফেয়ার্সের (আইডিয়া) আয়োজনে কর্মশালার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দোহা পিপিএম।

এতে বিশেষ অতিথি ছিলেন দি এশিয়ান ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন ও প্রোগ্রাম অফিসার হামিদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী। সহযোগিতায় ছিলেন উজ্জল দেব, কংকন কান্তি দাশ ও শৈলেন্দ্র দেবনাথ।