হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

শাহ পরান (রহ.) থানায় এক জিডির পরিপ্রেক্ষিতে ৭ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের নেতৃত্বে একটি দল গত ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে বর্ণিত ঘটনাস্থলগুলোতে অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে।

পরে ৭ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খো. ফরিদুল ইসলামের নির্দেশক্রমে সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমান ৪ মে সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।