গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রোসাটমের ডিডিজি এ ই আন্দ্রে পেত্রোভ পারমাণবিক জ্বালানির সনদ হস্তান্তর করেন। ছবি : বাসস

রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্ল্যান্টের প্রধান জ্বালানি ও জ্বালানি সরবরাহের সনদ গ্রহণ এবং জ্বালানি মজুতের মডেল পাওয়ার মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তি উৎপাদনকারীদের অভিজাত ক্লাবে পা রেখেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে আরএনপিপি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) পরিচালনার জন্য প্রথম ব্যাচের জ্বালানি গ্রহণ করা হয়। খবর বাসসের।

গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রোসাটমের প্রতিনিধি পারমাণবিক জ্বালানির সনদ ও মডেল হস্তান্তর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন।

পাবনার ঈশ্বরদীর আরএনপিপি প্রাঙ্গণে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে জ্বালানি এসেমব্লি মডেলটি হস্তান্তর করেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভাষণ দেন।