চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাস ও জনসন চার্লসের অর্ধশতকে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারায় কুমিল্লা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান করে সিলেট। নাজমুল হোসেন শান্ত ৪৫ বলে ৬৪ এবং মুশফিকুর রহিম ৪৮ বলে ৭৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা। সেখান থেকে ৭০ রানের জুটি গড়ে কুমিল্লাকে ম্যাচে ফেরান লিটন ও চার্লস।

লিটন ৩৯ বলে ৫৫ করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে থাকেন চার্লস। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন চার্লস। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। চার্লস ৫২ বলে ৭৯ এবং মঈন আলী ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লস। পুরো আসরে সর্বোচ্চ ৫১৬ রান করা নাজমুল হোসেন শান্ত এবারের বিপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।