সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমির স্নাতক ডিগ্রি প্রদানের অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ছবি : এএফপি

সিরিয়ার হোমস শহরে একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নারী, শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর এএফপির।

ব্রিটেনভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছে।

সংস্থাটি বলছে, নিহত ব্যক্তিদের অর্ধেকের বেশি সামরিক একাডেমির স্নাতক ডিগ্রিধারী। বেসামরিক নাগরিক রয়েছে ১৪ জন।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, সশস্ত্র সন্ত্রাসী সংস্থা সামরিক একাডেমির স্নাতক ডিগ্রি প্রদানের অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। এই আয়োজনে ক্যাডেট ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।