করোনাভাইরাস I প্রতীকী ছবি

আবারও করোনা সুনামিতে কাঁপছে ভারত। হুহু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশটি জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় সেখানে শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন করোনা সংক্রমিত রোগী।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ৫৭ শতাংশ বেশি। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীসহ দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে সাড়ে তিন কোটির বেশি হয়েছে।

ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মোট মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ ৮৩ হাজার মানুষের। এদিকে ৫ জানুয়ারিই প্রথম ভারতে করোনার নতুন ধরন অমিক্রনে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে।