সিটি করপোরেশনগুলোকে নিজেদের আয় বাড়িয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চট্টগ্রামের খাল খননের একটি প্রকল্প অনুমোদনের সময় মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনাও দেন বলে জানিয়েছেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মাননীয় প্রধানমন্ত্রী করপোরেশনগুলোর মেয়রদের ঢাকার দিকে তাকিয়ে না থেকে নিজেদের আয় বাড়িয়ে নিজেদের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করার তাগিদ দেন। এ সময় তিনি চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর উদাহরণ দেন।

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মেয়র থাকাকালীন চট্টগ্রাম সিটি করপোরেশনে আর্থিক ঘাটতি ছিল না, তাঁর আমলে অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মাননীয় প্রধানমন্ত্রী এ সময় সাবেক এ মেয়রকে বিশেষভাবে স্মরণ করেন বলে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনামন্ত্রী।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের এ বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

আলোচনা শেষে বৈঠকে চট্টগ্রামের ‘বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ শীর্ষক ১৩৬২ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এদিন বৈঠকে মোট ৪ হাজার ৫৪১ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।