জিএমপির কল্যাণ সভায় বক্তব্য দেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে জিএমপির কল্যাণ সভা এবং দুপুর ১২টার দিকে জিএমপি হেডকোয়ার্টারে মাসিক (সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা হয়।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ এ তথ্য জানানো হয়।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১৭ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন জিএমপি কমিশনার। ছবি : জিএমপি

কল্যাণ সভায় পুলিশ কমিশনার ফোর্সের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার ডাকাতি প্রতিরোধে পুলিশের সব ধরনের কার্যক্রম গ্রহণ এবং মহানগর এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার আহ্বান জানান।

মাদকের উৎস খুঁজে প্রকৃত মাদক কারবারিদের বের করার নির্দেশনা দেন জিএমপি কমিশনার। সভায় গাজীপুর মহানগরকে নিরাপদ রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশনা দেন। এ ছাড়া মামলা ও অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশনা দেন।

জিএমপির ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১৭ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় পুলিশ কমিশনার সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া রিপন কুমার সরকার এবং মো. বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সভায় উপস্থিত ছিলেন—জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, পুলিশ সুপার (পিবিআই), সিআইডি গাজীপুরের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।