প্রতীকী ছবি

সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় এক দোকানিকে মারধরের ঘটনায় অভিযুক্ত ফরিদপুরের চরভদ্রাসন থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে ঘটনার দিনই (১০ আগস্ট) জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান পিপিএম (বার) জানান, ঘটনা তদন্তে এরই মধ্যে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ একটি সেবাধর্মী জনবান্ধব প্রতিষ্ঠান। কোনো পুলিশ সদস্যের দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না।