পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।

রোববার (১৩ আগস্ট) নগরীর ডবলমুরিং থানাধীন পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আসাদুজ্জামান সোহাগ, মো. জাহিদ হাসান ও বদরুল ইসলাম।

ডিবির (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, বরিশাল জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োগ পান তাঁরা। এই সুযোগে বরিশালের বাইশারী ইউনিয়ন পরিষদের ভোটার কার্যক্রম হালনাগাদের সময় রোহিঙ্গাদের তথ্য গোপন করেন। এর ফলে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পেয়ে যায় রোহিঙ্গারা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।