জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা ও ৩ এপিবিএন, শিরোমণি, খুলনা বুধবার মহানগরীতে যৌথ অভিযান চালায়। ছবি: এপিবিএন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা ও ৩ এপিবিএন, শিরোমণি, খুলনা আজ বুধবার খুলনা মহানগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানাধীন এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। এ সময় দুটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রূপসা থানাধীন এলাকায় জেলা প্রশাসন ও এপিবিএন যৌথ অভিযান চালায়। এ সময় একটি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এপিবিএন সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত দৌলতপুর ও খানজাহান আলী থানাধীন এলাকায় অভিযান চালানো হয়।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও ৩ এপিবিএন, শিরোমণি, বুধবার রূপসা থানাধীন এলাকায় অভিযান চালায়। ছবি: এপিবিএন

বেলা পৌনে একটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা ও ৩ এপিবিএন, শিরোমণি, খুলনা যৌথ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।