পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের পৃথক অভিযানে ১ হাজার ইয়াবা বড়ি, ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ মে) রাতে নগরীর কোতোয়ালি ও পাহাড়তলী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ফিরোজ খান (৩৫), মো. আমির হোসেন (৩৬) ও মো. জাহিদ হাসান রনি (৩২)।

সিএমপি ডিবির (বন্দর-পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, কোতোয়ালি থানাধীন চামড়া গুদাম এলাকা থেকে ইয়াবাসহ ফিরোজ ও আমিরকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজার-সাগরিকা মোড় সড়ক থেকে ফেনসিডিলসহ জাহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।