পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১ হাজার ৪০৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড় থেকে আসামি ফরিদ আলমকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন জানান, টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।