সিএমপি ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়ায় বক্তব্য দেন কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ফায়ার সার্ভিসের উদ্যোগে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে বৃহস্পতিবার এ মহড়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। বিশেষ অতিথি চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মুহাম্মাদ আব্দুল হালিম।

মহড়ায় বিভিন্ন সময়ে আকস্মিক অগ্নিকাণ্ডে বিচলিত না হয়ে কীভাবে সহজেই আগুন নেভানো যায়, সে বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন, সচেতনতা বৃদ্ধি ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়।