দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস সেডে সিএমপির মাসিক কল্যাণ সভা হয়। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস সেডে সিএমপির মাসিক কল্যাণ সভা হয়।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। পরে গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মাদ হানিফ।

সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। ওই সময় তিনি সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) হাতে থানায় স্থাপিত লাইব্রেরির জন্য বই তুলে দেন।

সভায় বক্তব্য দেন সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : সিএমপি

এ ছাড়া সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

ওই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।