সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

এ সময় সিএমপি সদস্যদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের আশ্বাস দেন সিএমপি কমিশনার।

কর্মজীবন শেষে পিআরএলে যাওয়া এএসআই মংসাথোয়াই মারমা, এএসআই দর্পন কুমার চৌধুরী, কনস্টেবল রাখাল মজুমদার, কনস্টেবল মো. আবুল কালাম ভূঁইয়া, কনস্টেবল মো. সফিউল আলম ও বাবুর্চি এস এম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

পিআরএলে যাওয়া এক পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা); উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ এবং সিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।