সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি পুলিশ লাইনস সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সিএমপি কমিশনার। এ সময় সব থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া মামলা ও অভিযোগ এলে দ্রুত পুলিশি সেবা দেওয়ার নির্দেশনা দেন।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা); উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই মাসে অস্ত্র, মাদক ও চোরাই গাড়ি উদ্ধার, সড়ক দুর্ঘটনা মামলার আসামি গ্রেপ্তার, ইমু আইডি হ্যাক চক্রের আসামি গ্রেপ্তার, ডাকাতির মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার, অপহৃত শিশু উদ্ধার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তার, হারানো মোবাইল উদ্ধার ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৪১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।