সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দামপাড়ায় সিএমপির পুলিশ লাইনস সদরদপ্তরের কনফারেন্স হলে শনিবার জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।

সভায় জুন মাসে অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার, ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি গ্রেপ্তার, আলামতসহ মলম পার্টি চক্রের সদস্য গ্রেপ্তার, অপহৃত ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, মালামাল উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তার, হারানো মোবাইল উদ্ধার, আত্মসাৎকৃত মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার, ছিনতাই ও ডাকাতি চেষ্টাকালে আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সব স্তরের ৪০ পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।