সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সিএমপি কমিশনার। এ ছাড়া মামলা তদন্ত ও অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বর মাসে বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৩৬ জন পুলিশ সদস্যকে সভায় পুরস্কৃত করা হয়।