পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (৯ জুন) নগরীর বন্দর থানাধীন পূর্ব নিমতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আপ্রাপ্তবয়স্ক হওয়ায় আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার টাকার ২৫টি জাল নোট, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে এসব জাল নোট সংগ্রহের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।