সিএমপির ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাজে লাগিয়ে উদ্ধার হওয়া পাসপোর্ট ও করোনাভাইরাস প্রতিরোধী টিকার সনদ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ছবি: সিএমপি

সিএনজিচালিত ১৯ হাজার অটোরিকশার মালিক ও চালকের উপাত্ত নিয়ে রিলেশনাল মডেলে তৈরি ডেটাবেজ হলো ‘আমার গাড়ি নিরাপদ’ প্রজেক্ট।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাজে লাগিয়ে গাড়িতে ফেলে যাওয়া পাসপোর্ট ও করোনাভাইরাস প্রতিরোধী টিকার সনদ খুঁজে বের করেন।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গিয়ে ‘হ্যালো সিএমপি’ অ্যাপ ডাউনলোড করলেই ‘নিরাপদ বাহন’ স্লট দেখতে পাবেন, যা থেকে স্ক্যান করার সুবিধা রয়েছে।
নিরাপদ নগর ও নাগরিকের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।