সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গ্রেপ্তার চারজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে পাচারকৃত শিশুকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ এপ্রিল দুপুর দেড়টার দিকে বাদী পারুল বেগমের ছোট ছেলে (ভিকটিম) তার চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরার বাসা থেকে সেমি পাকা কলোনিতে প্রবেশের গলিতে খেলার জন্য বের হয়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাদী কলোনির আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব স্থানে ভিকটিমকে খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে একটি নিখোঁজের ডায়েরি করেন।

নিখোঁজের ডায়েরি তদন্তকালে এসআই জালাল আহমেদ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থল এলাকায় প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই করে ২৮ এপ্রিল মো. নুর ইসলাম ওরফে মুরাদ ও মো. জুয়েলকে হেফাজতে নিয়ে শিশুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে হাটহাজারী থানাধীন ছিফাতলী, লুতি তালুকদার বাড়ির মো. রাসেল ও রিমা আক্তারের হেফাজত থেকে শিশুকে উদ্ধার করা হয়।
শিশুকে থানায় এনে বাদীকে খবর দিলে বাদী থানায় উপস্থিত হয়ে ভিকটিমকে শনাক্ত করেন।