সিএমপির কোতোয়ালি থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে মরিচের গুঁড়া ছিটিয়ে দুর্ধর্ষ ছিনতাই চক্রের হোতা গ্রেপ্তার হয়েছেন।

তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২৫ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টিপছোরা ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সিএমপি জানায়, গত সোমবার রাতে কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গীবাজারে অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হন আক্তার হোছাইন নামের এক ব্যক্তি। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টেকনো মডেলের মোবাইল সেট ও ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আক্তার অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করলে পুলিশ অভিযানে নেমে বুধবার ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ হোতা মিজানুর রহমান রানাকে গ্রেপ্তার করে। তাঁর দেহ তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছোরা ও ছিনতাইকৃত ২৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

ওই অটোরিকশার পেছন দিক থেকে কাগজের প্যাকেটে থাকা ১২৫ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়।