সিএমপির ইপিজেড থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধারের পাশাপাশি অপহরণকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানাধীন রেলবিট সাইক্লোন শেল্টারের অপর পাশে পাকা রাস্তার ওপর থেকে অপহৃত তিন বছর বয়সী শিশু হৃদয়কে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি জানায়, গত ২৫ জানুয়ারি দুপুরে সুমী শীল ওরফে সুমী সরকার, লাকী বেগম ওরফে লাকী আক্তার ওরফে লাকী ও মো. আকিব পরস্পর যোগসাজশে শিশু হৃদয়কে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা রবিউল আউয়াল নগরীর ইপিজেড থানায় নিয়মিত মামলা করেন।

মামলা তদন্তের ধারাবাহিকতায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সুমী সরকার, লাকী ও আকিবকে শনাক্ত করে পুলিশ। পরবর্তী সময়ে ওই তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলাল হোসেন, হাবিবুর রহমান মজুমদার ও
রোজিনা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

সিএমপি আরও জানায়, আসামিরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।