৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেটের অভিযানে ৪০ পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ থানাধীন রামপাশা কোনাপাড়া এলাকার মেসার্স খান ভ্যারাইটি স্টোরের সামনে থেকে সোমবার বেলা পৌনে পাঁচটার দিকে মো. রাজন খানকে (৫১) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা করা হয়েছে।