এক যাত্রীর হাতে হারিয়ে যাওয়া ব্যাগ তুলে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীতশিরোনাম :

জনসাধারণের সুবিধার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তৈরি করেছে ‘আমার গাড়ি নিরাপদ’ ও ‘আইস অব সিএমপি’ অ্যাপস। এরই মধ্যে এই অ্যাপসের সুফল পেতে শুরু করেছেন মহানগরবাসী।

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুই যাত্রী তাঁদের হারানো ব্যাগ ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে সিএমপির উপকমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন বলেন, ‘আমার গাড়ি নিরাপদ অ্যাপস ব্যবহার করে অটোরিকশায় ব্যাগ রেখে আসা যাত্রী রহিমউল্লাহকে তাঁর ব্যাগটি ফিরিয়ে দেয়া হয়েছে।’

ওই যাত্রী গত ৪ ফেব্রুয়ারি অক্সিজেন মোড় থেকে একটি অটোরিকশাযোগে বাদামতলী মোড়ে যান। গাড়ি থেকে নামার সময় তিনি ভুলে ব্যাগটি ফেলে যান। এ বিষয়ে যাত্রী ট্রাফিক পুলিশকে অবহিত করার পর অ্যাপস ব্যবহার করে অটোরিকশাটি শনাক্ত করে ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি যাত্রীকে ফেরত দেওয়া হয়।’

একইভাবে অ্যাপস ব্যবহার করে আহমেদুল কবির নামের এক যাত্রীর ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি যাত্রী আহমেদুল হক ফলমন্ডি এলাকায় যান। এ সময় অটোরিকশা থেকে নামার সময় তাঁর ব্যাগ ফেলে যান। ওই ব্যাগে জরুরি জিনিসপত্র ছিল। তিনি কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করার পর পুলিশ আইস অব সিএমপি এবং আমার গাড়ি নিরাপদ অ্যাপস ব্যবহার করে অটোরিকশাটি শনাক্ত করে। এরপর ওই ব্যাগটি উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দেয়া হয়।’