সিএমপির কোতোয়ালি থানার অভিযানে আটক ব্যক্তি। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ছিনতাইকৃত মোবাইলফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত ছোরাসহ একজন আটক হয়েছেন।

কোতোয়ালি থানার আভিযানিক দল শনিবার অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানায়, জাপান টোব্যাকোতে কর্মরত আইয়ুব আলী শনিবার কাজীর দেউড়ী অফিস থেকে মালামাল ডেলিভারির উদ্দেশ্যে হেঁটে কদমতলী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে সিআরবি এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ২ ছিনতাইকারী তাঁর পথরোধ করে সঙ্গে থাকা মোবাইল, নগদ অর্থ ও মালামালের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। ছিনতাই কাজে বাধা প্রদানের কারণে ছিনতাইকারীরা আইয়ুব আলীর মাথা এবং পায়ে ধারালো টিপ ছোরা দিয়ে রক্তাক্ত জখম করে ১ হাজার ২০০ টাকা ও মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে বাদী চিকিৎসা নিয়ে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সিএমপির কোতোয়ালি থানার আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল এবং ছিনতাইকাজে ব্যবহৃত ছোরাসহ নগরীর সিআরবি এলাকা থেকে আবুল হাসেম ওরফে হাসানকে আটক করে।