প্রতীকী ছবি

রাজধানীতে অবৈধভাবে ভিসার মেয়াদ বাড়াতে অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি চীনা পাসপোর্ট, ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্র জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদী এলাকা থেকে আসামি মেহেদী হাসান ও স্বপন কুমারকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম (বার) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে ভিসার মেয়াদ বাড়াতে অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখা এবং পাসপোর্ট সম্পর্কিত কাগজপত্রের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামিরা।

ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।