চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অভিযানে চোরাই মালসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মহানগরী থেকে বিপুল পরিমাণ চোরাই মালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর দুটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন অন্য পুলিশ সদস্যদের নিয়ে এনায়েত বাজার মোড়ে চেকপোস্ট করাকালে চোরাই মালসহ সন্দেহজনক অবস্থায় মনির হোসেন (২৮) গ্রেপ্তার হন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তিনি ভোরবেলা কোতোয়ালি থানাধীন আসকারদিঘীর পাড়ের একটি গোডাউনে চুরি করেছেন এবং সে চোরাইকৃত মাল কামাল উদ্দিন মনজুর (৪৫) কাছে বিক্রি করেছেন। এ ছাড়া তিনি চোরাই মালামাল বিভিন্ন সময়ে মো. আলম (৫০), মো. আলী (৩২) ও মো. সিরাজের (২০) কাছে বিক্রি করেছেন।

মনিরের দেওয়া তথ্য অনুযায়ী এসআই আরাফাত কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া তুলাতুলি-সংলগ্ন এলাকায় অভিযান চালান সোমবার রাত পৌনে ১০টার দিকে। ওই সময় বিপুল পরিমাণ চোরাই মালসহ মনজু, আলম, আলীও সিরাজ গ্রেপ্তার হন।