গাঁজাসহ গ্রেপ্তার তিন আসামি। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে এসআই মৃণাল কান্তি মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জস্থ কায়সার নিলুফার কলেজের সামনে উপস্থিত হন।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মো. জসীমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার জান মোহাম্মদের কলোনিতে।

জিজ্ঞাসাবাদে জসীম জানান, গাঁজা বিক্রির উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, বিক্রির উদ্দেশ্যে রাখা গাঁজা আব্দুর রহমান সোহেলের বাসায় নাছিমা বেগমের কাছে রয়েছে।

এরপর গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে গতকাল রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালি থানাধীন খলিফা পট্টি ফতেহ আলী বাই লেইন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান সোহেল (২৭) ও নাছিমা বেগমকে (৪৩) গ্রেপ্তার করা হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া সোহেলের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার খলিফা পট্টিতে। এ ছাড়া নাছিমা বেগমের বাড়ি একই জেলার বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায়।

এ ঘটনায় এসআই মৃণাল কান্তি মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আসামি নাছিমা বেগমের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা আছে।