একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ। ছবি-সংগৃহীত।

সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ অভিযানে রাজধানীর আটটি মানি এক্সচেঞ্জ সিলগালা ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে মতিঝিল, আশকোনা, আসাদগেট ও নিউ এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে এসব অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৮টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে। লাইসেন্স বাতিলের পরও তারা গোপনে ব্যবসা পরিচালনা করায় সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথ অভিযান পরিচালনা করে। যে আটটি মানি এক্সচেঞ্জ সিলগালা করা হয়েছে সেগুলো হলো— ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউজ, জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ লিমিটেড, মার্সি মানি এক্সচেঞ্জ লিমিটেড, জেবি মানি এক্সচেঞ্জ, বেঙ্গল মানি এক্সচেঞ্জ ও সুগন্ধ মানি এক্সচেঞ্জ।

অভিযান চালানোর সময় মামুন নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হুন্ডি ব্যবসা করতেন বলে স্বীকার করেন। তাঁর কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।