পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অভিযানে এক ফেসবুক হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস ও বেশ কিছু সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) খুলনার পাইকগাছা থানাধীন বৃত্তি গোপালপুর এলাকা থেকে আসামি মো. আলমগীর সরদারকে (২৪) গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তার আসামি আলমগীর ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে থাম্বনেল ও বিভিন্ন ফিশিং লিঙ্ক পাঠাতেন। লিঙ্কে প্রবেশ করামাত্রই ভুক্তভোগীদের আইডির নিয়ন্ত্রণ চলে যেত তাঁর কাছে। এরপর ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছ থেকে টাকা দাবি করতেন। একই সঙ্গে আইডি ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করতেন। এমন অভিযোগ পেয়ে সিআইডির সিপিসি বিভাগ তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি জানায়, অনলাইনে হ্যাকিংয়ের কৌশল রপ্ত করে ভুক্তভোগীদের মেসেঞ্জারে ফিশিং লিঙ্ক পাঠিয়ে তাঁদের আইডির নিয়ন্ত্রণ নিতেন। এরপর তাঁদের কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ আদায় করতেন। এভাবে তিনি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।