সিআইডির কর্মকর্তা সেজে একাধিক তরুণীর সঙ্গে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের ছদ্মবেশে একাধিক তরুণীর সঙ্গে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি চৌকস দল।

গতকাল বুধবার মোশাররফ হোসেন ওরফে নয়নকে (৩০) গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, মোশাররফ সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইমু, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সুযোগ বুঝে তাদের ভিডিও কল করতেন। তিনি কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতেন। তিনি সব নারীর সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভনে তাদের একান্ত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সিআইডি সাইবার পুলিশ সেন্টার মোশাররফকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, সিআইডির জ্যাকেট সদৃশ একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি নকল পিন্ডল (পিস্তলসদৃশ গ্যাস লাইটার), সিআইডির ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তাঁর স্মার্টফোনে অসংখ্য মেয়ের ব্যক্তিগত ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়।

মোশাররফের নামে পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।