সিআইডি পুলিশের হেফাজতে স্বর্ণ চোরাচালান চক্রের গ্রেপ্তার সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গত ২৮ জানুয়ারি রাত সোয়া ১১টার সময় রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মফিজুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়।

জানা গেছে, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর কাষ্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মালিবাগ থেকে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিমিটেডের একটি নন-এসি বাসের (গাড়ি নং-ঢাকা মেট্রো-ব ১৪-৯৫১৪) চালকের আসনের নিচে লুকানো সাদা স্কচ টেপ দিয়ে মোড়ানো ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধার স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৭৬০ গ্রাম ও আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা।

এ সময় বাসের চালক মো. শাহাদৎ হোসেন (২৯), হেলপার মো. ইব্রাহীম (২৭) ও সুপারভাইজার তাইকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

পরে গ্রেপ্তার আসামি মো. শাহাদৎ হোসেন (২৯) ও মো. ইব্রাহীম (২৭) বিজ্ঞ আদালতে স্বর্ণ চোরাচালানের সাথে মো. মফিজুল ইসলামের জড়িত থাকার কথা উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার নির্দেশনায়, বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার তত্ত্বাবধানে সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম মো. মফিজুল ইসলামকে গ্রেপ্তার করে।