আবদুলরাজাক গুরনাহ। ছবি : সংগৃহীত

২০২১ সালে সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে সুইডিশ একাডেমি নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। খবর দ্য ডেইলি স্টারের।

প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ায় ১৯৪৮ সালে আবদুলরাজাক গুরনাহ জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তাঁর বেড়ে ওঠা। তবে ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান তিনি।

আবদুলরাজাক গুরনাহ সাহিত্যচর্চা করছেন ইংল্যান্ডে। সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তাঁর আপসহীন ও সহানুভূতিশীল লেখনীর জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি শরণার্থীদের জীবন ও সেখানে তাদের সাংস্কৃতিক সংকট নিয়ে লিখেছেন।