বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা আয়োজিত ওপেন হাউজ ডেতে বক্তব্য দেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, সামাজিক শক্তি ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে সফল হতে পারে না পুলিশ। জনতা ও পুলিশের সমন্বয় প্রয়োজন। তাই প্রকাশ্যে ও গোপনে সংযুক্ত থেকে অপরাধ সংঘটনের তথ্য দেওয়ার মাধ্যমে উন্নত, নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় সাহায্য করতে হবে।

বিএমপির বন্দর থানা আয়োজিত শুক্রবারের ওপেন হাউজ ডেতে এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া বিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘ব্রিটিশ আমলের পুলিশ ও জনগণের মধ্যে কোনো সহমর্মিতা ছিল না, কিন্তু আমরা আধুনিক পুলিশ; এক পরিবর্তিত পুলিশ। সাম্প্রতিক সময়ে আমরা জনগণ ও পুলিশ একই প্ল্যাটফর্মে কাজ করার প্রত্যয় নিয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। সেগুলোর মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম ওপেন হাউজ ডে, যেখানে আমরা তিন ধরনের আবেদন গুরুত্বসহকারে শুনে থাকি। ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি, এমনকি আমাদের কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ-অনিয়ম রয়েছে কি না, তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী আপনাদের প্রত্যাশার সমান গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।’

বিএমপি কমিশনার আরও বলেন, ‘অর্জিত স্বাধীনতা সংরক্ষণ করতে সক্রিয় ও সজাগ থেকে সকল অশুভ শক্তি বিদায় জানাতে পুলিশ-জনতা একসাথে সংযুক্ত হয়ে শৃঙ্খলা নির্মাণে সহযোগিতা করার মাধ্যমেই তা সম্ভব।’