হত্যা মামলার পলাতক আসামি রুবেল হোসেন গ্রেপ্তার। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুতলায় সাবেক স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা মামলার প্রধান আসামি রুবেল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছেন থানা-পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০ এপ্রিল সকাল ১০টা দিকে রুবেল হোসেন তাঁর সাবেক স্ত্রী মর্জিনা খাতুনের দ্বিতীয় স্বামী রতন আলীর খেজুরতলার বাড়িতে যান। এ সময় মর্জিনা খাতুন তাঁর বর্তমান স্বামী রতনের ঘরের বারান্দায় ছিলেন। তখন মর্জিনাকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে পেটে রক্তাক্ত জখম করে পালিয়ে যান রুবেল।

পরে আশপাশের লোকজন মর্জিনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন।

পরদিন রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মর্জিনার অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে পুনরায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই মূল আসামি রুবেল হোসেন আত্মগোপনে চলে যান।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিছুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে তদন্তকারী অফিসার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আল মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেপ্তার করেন।