২ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

সাবেক সহকর্মীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া একজনকে গ্রেপ্তার করেছে ২ এপিবিএন। ওই ব্যক্তির ফেসবুক আইডি ডিজেবলের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজধানীর হাজারীবাগ থানায় ১২ আগস্ট হওয়া সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে ২ এপিবিএনের সাইবার ইউনিট উন্নত প্রযুক্তির সহায়তায় এবং এপিবিএন হেডকোয়ার্টার্সের সিআইএ সেলের সহযোগিতায় আসামির অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিং রোড থেকে ইমদাদুল হোসেন ইমনকে (২২) তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

আসামির জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় ড্রেস রিমুভার AI Tools ব্যবহার করে এডিট করা ভিকটিমের ছবিসহ অন্য মেয়েদের অশ্লীল ছবি পাওয়া যায়।

ইমনের নামে ঢাকার হাজারীবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।