যশোর পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল। ছবি: পুলিশ নিউজ

চেতনানাশক ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি মালামাল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

ছিনতাইয়ের অভিযোগ করে বালু ব্যবসায়ী প্রদীপ ভট্টাচার্য (৩২) ১১ আগস্ট পিবিআই যশোরের কাছে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় চেতনানাশক ওষুধ কথিত শয়তানের নিশ্বাস ব্যবহার করে স্বর্ণালংকার, মোবাইল ফোন, টাকা ছিনতাই চক্রের প্রধান আসামি আবু সাইদ শেখকে (৪০) মঙ্গলবার বিকেলে সোয়া ৫টার দিকে নড়াইল সদর থানাধীন গোবরা বাজার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকালে আসামির স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় বুধবার মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।