সাতক্ষীরা ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সাতক্ষীরা সদর উপজেলায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ মে) তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে তালা থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে এসআই তন্ময় কুমার দেবনাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতক্ষীরা সদর এলাকায় তামার তৈরি ম্যাগনেটিক পয়সাসদৃশ বস্তু ও তামার নকল ম্যাগনেটিক পয়সা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আবুল মহসিনকে (৬০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিন সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম পলাশপোল এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।